
লাখাই প্রতিনিধিঃ লাখাই থানা পুলিশ শুক্রবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী ইউপি সদস্য আলমাস মিয়া(৩৩) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মোড়াকরি গ্রামের মৃত জিরো মিয়ার ছেলে আলমাস মিয়া।সে মোড়াকরি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ।
সুত্রে জানায়,২১ এপ্রিল সোমবার লাখাই থানা এস আই প্রণয় সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে মোড়াকরি থেকে সেলু মেশিন চুরির মামলার আসামি আলমাস মিয়া কে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে লাখাই থানা পুলিশ এসআই প্রণয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি আলমাস মিয়া কে মোড়াকরি থেকে গ্রেফতার করা হয়েছে। সে একটা সেলু মেশিন চুরি মামলার আসামি। আগামীকাল আসামি আলমাস মিয়াকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।