
মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লাল্টু বিশ্বাস ওই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে।
সেনাক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জানা যায়, লাল্টু বিশ্বাস দুই ভাই ভিন্ন ঘটনায় মারা যায়। এ কারণে বিদেশি পিস্তল দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতো। এসব অস্ত্র ব্যবহার করে লাল্টু চাঁদাবাজি করতো। আজ সকালে ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭ দশমিক ৬৫ এমএম সাইজের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।