
বাংলার খবর ডেস্ক:
গণতন্ত্রের মা ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব মোজাহিদী।