ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবীগঞ্জে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার নিয়োগ Logo নবীগঞ্জে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন Logo আঞ্জুমানে হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলার পুনর্গঠিত কমিটির সাথে আমীরে আঞ্জুমানের মতবিনিময় Logo চুনারুঘাট লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা মুল্লুক চলো দিবস পালন করেছে Logo লাখাই বাসীকে কেন এত লোডশেডিং সয্য করতে হবে Logo দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Logo মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা অনুষ্টিত Logo হবিগঞ্জে ভাবী ও ভাতিজিসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যাকারীর মৃত্যুদণ্ড Logo নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর Logo বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইসলামী কর্নার উদ্বোধন

লাখাই মাটি বিক্রির মহোৎসব, বাদ যায়নি সরকারের লিজভুক্ত জমি, নীরব প্রশাসন

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ১০:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৬৩ Time View

Oplus_131072

পারভেজ হাসান লাখাই থেকেঃ লাখাই উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলা জুড়ে অবাধে চলছে

কৃষি জমির মাটি কাটার মহোৎসব। এদিকে বাদ যায়নি সরকারি লিজভুক্ত জমি। গতকাল শুক্রবার  করাব, মুড়িয়াউক, বুল্লা, লাখাই নামক ইউনিয়ন এলাকার হাওড়ে সরেজমিনে গিয়ে এদৃশ্য লক্ষ করা গেছে। 

স্থানীয়রা জানান, এসব কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন একশ্রেণীর অসাধু ব্যাবসায়ী ও প্রভাবশালী মহল। লাখাই ইউনিয়নসহ উপজেলা জুড়ে পরিবেশ আইন অমান্য করে প্রতিদিন রাত কৃষি জমি উপরিভাগের মাটি কেটে সরবরাহ করে বিক্রি করছে।  

এব্যাপারে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের নেই কোন হস্তক্ষেপ – এ-নিয়ে চলছে নানান আলোচনা।

আরও জানাযায়, লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের  মৃত শিশু মিয়ার পুত্র ছফি রহমান নামে এক মাটি ব্যবসায়ী সরকারি লিজভুক্ত জমির মাটি বিক্রি করে ফেলছে। এ ব্যাপারে সরজমিনে গিয়ে অভিযুক্ত 

ছফি রহমানের স্ত্রী সাথে কথা হলে এ প্রতিবেদকে বলেন, এই জমি নিয়ে মামলা মোকাদ্দামা চলতেছে, এ জমি আমরা লিজ নিয়েছি, তাই আমরা মাটি বিক্রি করেছি।

কথা হলে স্বজন গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে আব্দুল আজিজ বলেন খরিদ সূত্রে এই জমির মালিক আমি, আমি ওই জায়গার খাজনা সরকারকে দিয়েছি, এ জাগার উপর মামলা মোকাদ্দমা আছে, শফি রহমানকে ওই জায়গার উপর আদালত নিষেধাজ্ঞা দেওয়া আছে। কিন্তু সে সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমির মাটি বিক্রি করে ফেলতেছে। উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন জনসাধারণ। 

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে হোয়াটসঅ্যাপে তথ্যগুলা দেন,এবং ওই জায়গার ছবি ঠিকানাগুলো পাঠিয়ে দেন  আমি এটার ব্যবস্থা নেব।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার নিয়োগ

error:

লাখাই মাটি বিক্রির মহোৎসব, বাদ যায়নি সরকারের লিজভুক্ত জমি, নীরব প্রশাসন

আপডেট সময় ১০:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

পারভেজ হাসান লাখাই থেকেঃ লাখাই উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলা জুড়ে অবাধে চলছে

কৃষি জমির মাটি কাটার মহোৎসব। এদিকে বাদ যায়নি সরকারি লিজভুক্ত জমি। গতকাল শুক্রবার  করাব, মুড়িয়াউক, বুল্লা, লাখাই নামক ইউনিয়ন এলাকার হাওড়ে সরেজমিনে গিয়ে এদৃশ্য লক্ষ করা গেছে। 

স্থানীয়রা জানান, এসব কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন একশ্রেণীর অসাধু ব্যাবসায়ী ও প্রভাবশালী মহল। লাখাই ইউনিয়নসহ উপজেলা জুড়ে পরিবেশ আইন অমান্য করে প্রতিদিন রাত কৃষি জমি উপরিভাগের মাটি কেটে সরবরাহ করে বিক্রি করছে।  

এব্যাপারে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের নেই কোন হস্তক্ষেপ – এ-নিয়ে চলছে নানান আলোচনা।

আরও জানাযায়, লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের  মৃত শিশু মিয়ার পুত্র ছফি রহমান নামে এক মাটি ব্যবসায়ী সরকারি লিজভুক্ত জমির মাটি বিক্রি করে ফেলছে। এ ব্যাপারে সরজমিনে গিয়ে অভিযুক্ত 

ছফি রহমানের স্ত্রী সাথে কথা হলে এ প্রতিবেদকে বলেন, এই জমি নিয়ে মামলা মোকাদ্দামা চলতেছে, এ জমি আমরা লিজ নিয়েছি, তাই আমরা মাটি বিক্রি করেছি।

কথা হলে স্বজন গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে আব্দুল আজিজ বলেন খরিদ সূত্রে এই জমির মালিক আমি, আমি ওই জায়গার খাজনা সরকারকে দিয়েছি, এ জাগার উপর মামলা মোকাদ্দমা আছে, শফি রহমানকে ওই জায়গার উপর আদালত নিষেধাজ্ঞা দেওয়া আছে। কিন্তু সে সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমির মাটি বিক্রি করে ফেলতেছে। উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন জনসাধারণ। 

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে হোয়াটসঅ্যাপে তথ্যগুলা দেন,এবং ওই জায়গার ছবি ঠিকানাগুলো পাঠিয়ে দেন  আমি এটার ব্যবস্থা নেব।