
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনে নতুন রেলওয়ে পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ফাঁড়ি চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি মোঃ খাইরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদ বিন কাসেম।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক এসএম সোহাগ।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন রেলওয়ে পুলিশ ফাঁড়ির মাধ্যমে রেলস্টেশন এবং আশপাশের এলাকা আরও নিরাপদ হবে এবং যাত্রী ও এলাকাবাসীর জন্য সেবা নিশ্চিত হবে।
বাংলার খবর ডেস্ক : 





















