
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থাপিত দৃষ্টিনন্দন “I ❤️ NOAPARA” টাইপোগ্রাফি ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তুুফা সোহেল, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে ইউএনও জাহিদ বিন কাশেম বলেন, “এই ম্যুরাল নোয়াপাড়ার সৌন্দর্যবর্ধনের একটি মাইলফলক। এটি এলাকাবাসীর গর্ব এবং ভবিষ্যৎ পর্যটনের জন্য একটি ইতিবাচক দিক।”
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ এলাকার পরিচিতি বাড়াবে এবং পর্যটকদের আগ্রহ আকর্ষণ করবে। ধারণা করা হচ্ছে, “I ❤️ NOAPARA” ম্যুরালটি নোয়াপাড়াকে মাধবপুর উপজেলার পর্যটন মানচিত্রে নতুনভাবে উপস্থাপন করবে।