
বাংলার খবর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় কসমেটিকস্ ২৯ হাজার ৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮ হাজার ৩০০ পিস এবং একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৭৭ লাখ ৪৩ হাজার ৪শত টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া গত ১৭ আগস্ট লক্ষীপুর ও শ্যামনগর বিওপির পৃথক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ও ৪০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করা হয়।
২৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালানী মালামাল বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।