
পারভেজ হাসান, বাংলার খবর লাখাই প্রতিনিধি
লাখাই উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ‘ইউনাইটেড ফর লাখাই’ এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক নিউজ এডিটর খায়রুল বাশার শামীম এবং সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম।
সমাপনী পর্বে ‘ইউনাইটেড ফর লাখাই’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর শফিউল আলম সজল।
এছাড়াও, কর্মশালায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। বক্তারা সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার ওপর জোর দিয়ে বলেন, সাংবাদিকতা পেশায় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস, দক্ষতা ও ঐক্য অপরিহার্য।