ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদিতে ভিসা বিরোধে গণধোলাইয়ের জেরে মাধবপুরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক Logo নবীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন পাবে লক্ষাধিক শিশু Logo লাখাইয়ে ওরসের নামের নৌকায় অশ্লীল নাচ-গান, ধর্মপ্রাণরা ক্ষুব্ধ Logo বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত Logo ১৯ বছর পর ফের শুরু হচ্ছে বিটিভির জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ Logo এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে ঢাকায় লাখাইয়ের শিক্ষক নেতৃবৃন্দ, যুক্তিসঙ্গত ভাতারও দাবি Logo মাধবপুরে এনজিওর টাকা আত্মসাৎ: দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড Logo লাখাইয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন Logo নির্ধারিত সরকারি ফি ছাড়া বেশি নিলে পরদিন সচিবকে বদলি- নবীগঞ্জে জেলা প্রশাসক

১৯ বছর পর ফের শুরু হচ্ছে বিটিভির জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’

বাংলার খবর ডেস্ক দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পুনরায় শুরু করতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা আবিষ্কারের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিটিভি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেইজে এ তথ্য জানিয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে চালু হয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’, যা ২০০৬ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা আবিষ্কার করা হয়েছিল। এই অনুষ্ঠানের মঞ্চে বহু শিল্পী ও বিনোদনজগতের ব্যক্তিত্ব তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন।

প্রথমবার ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারিত হলেও স্বাধীনতার পর বিটিভিতে পুনরায় অনুষ্ঠানটি চালু হয় এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদীয়মান প্রতিভা গড়ে তুলতে এটি বিশেষভাবে পরিচিত ছিল।

অনুষ্ঠানের অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটে কোনো পরিবর্তন হবে কিনা এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঘোষণার পরই ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতিপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এতে অংশ নেওয়া অনেক শিল্পী পরবর্তীতে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীতজগতে নিজেদের খ্যাতি প্রতিষ্ঠা করেছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম, আজাদ রহমান শাকিল, গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনীসহ আরও অনেকে।

২০০৬ সালে আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে পুনরায় শুরু করার পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পরও ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য প্রতীক হিসেবে দর্শকদের মনে জায়গা করে রেখেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

সৌদিতে ভিসা বিরোধে গণধোলাইয়ের জেরে মাধবপুরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

error:

১৯ বছর পর ফের শুরু হচ্ছে বিটিভির জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’

আপডেট সময় ০৫:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বাংলার খবর ডেস্ক দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পুনরায় শুরু করতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা আবিষ্কারের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিটিভি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেইজে এ তথ্য জানিয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে চালু হয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’, যা ২০০৬ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা আবিষ্কার করা হয়েছিল। এই অনুষ্ঠানের মঞ্চে বহু শিল্পী ও বিনোদনজগতের ব্যক্তিত্ব তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন।

প্রথমবার ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারিত হলেও স্বাধীনতার পর বিটিভিতে পুনরায় অনুষ্ঠানটি চালু হয় এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদীয়মান প্রতিভা গড়ে তুলতে এটি বিশেষভাবে পরিচিত ছিল।

অনুষ্ঠানের অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটে কোনো পরিবর্তন হবে কিনা এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঘোষণার পরই ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতিপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এতে অংশ নেওয়া অনেক শিল্পী পরবর্তীতে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীতজগতে নিজেদের খ্যাতি প্রতিষ্ঠা করেছেন। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম, আজাদ রহমান শাকিল, গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনীসহ আরও অনেকে।

২০০৬ সালে আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে পুনরায় শুরু করার পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পরও ‘নতুন কুঁড়ি’ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য প্রতীক হিসেবে দর্শকদের মনে জায়গা করে রেখেছে।