
হাবিবুর রহমান নোমান, বাংলার খবর বাহুবল প্রতিনিধি
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাহুবলে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী, বাংলাদেশ প্রেসক্লাব বাহুবলের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, মডেল প্রেস ক্লাব বাহুবলের সদস্য সচিব হাবিবুর রহমান নোমান এবং ছাত্র প্রতিনিধি সুজন আহমেদসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, “যুবসমাজ জাতির মূল চালিকা শক্তি। তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবকদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।” তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
আলোচনা শেষে শপথ বাক্য পাঠ এবং কয়েকজন যুব উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও শতাধিক যুবক-যুবতী অংশ নেন।