ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেরপুরে বাস পুকুরে উল্টে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ১৫ Logo জামায়াতকে ’৭১ সালের ভুল স্বীকার করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর Logo আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু: সচিবালয়ে প্রধান উপদেষ্টা Logo ট্রাম্পের শুল্কের পর মোদি বললেন, ‘চড়া মূল্য দিলেও আপস করব না’ Logo তিন ইউনিয়ন অন্য আসনে, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু Logo মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ Logo তারেক রহমানের নেতৃত্বে বড় বিজয়: বরিশালে সেলিমা রহমানের বক্তব্য Logo কক্সবাজার সৈকত থেকে ফেসবুক লাইভে সারজিস, সমুদ্র ও পরিবেশ রক্ষায় আহ্বান Logo রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান

রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান

**বাংলার খবর ডেস্ক:**
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। গণতন্ত্রের পক্ষে যেন কোনো ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‍্যালি–পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ র‍্যালির আয়োজন করে বিএনপি।

তারেক রহমান বলেন, “ধর্ম–দর্শন–মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ৩১ দফার সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে কেউই নিরাপদ ছিল না। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে বর্বর বন্দিখানা বানানো হয়েছিল। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে নারী-পুরুষ, সংখ্যালঘু বা সংখ্যাগুরু—কেউ নিরাপদ নয়।”

এ সময় জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তিনি।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। র‍্যালিতে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস পুকুরে উল্টে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ১৫

error:

রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান

আপডেট সময় ০৮:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

**বাংলার খবর ডেস্ক:**
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। গণতন্ত্রের পক্ষে যেন কোনো ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‍্যালি–পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ র‍্যালির আয়োজন করে বিএনপি।

তারেক রহমান বলেন, “ধর্ম–দর্শন–মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ৩১ দফার সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে কেউই নিরাপদ ছিল না। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশকে বর্বর বন্দিখানা বানানো হয়েছিল। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে নারী-পুরুষ, সংখ্যালঘু বা সংখ্যাগুরু—কেউ নিরাপদ নয়।”

এ সময় জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তিনি।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। র‍্যালিতে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।