
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ পৌরসভার নহরপুর শাহজালাল (রহ.) দাখিল মাদ্রাসায় নবনিযুক্ত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম।
প্রথম সভায় প্রাণবন্ত উপস্থিতি
বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার ও কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন। পরিচালনায় ছিলেন শিক্ষক ফাইজুল ইসলাম। কোরআন তিলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী পারভেজ আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি শাহ আলম। এ সময় তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। এডহক কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় আমরা গুণগত পরিবর্তন আনতে সক্ষম হব।”
কমিটির সদস্য ও উপস্থিত ব্যক্তিবর্গ
সভায় আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য তারিক মিয়া, শিক্ষক সদস্য নাজমুল হোসাইন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোঃ সাগর আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
মাদ্রাসা বোর্ডের অনুমোদিত নতুন কমিটি
গত ৩ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি শাহ আলম, সদস্য সচিব জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি নাজমুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে তারিক মিয়াকে নির্বাচিত করা হয়।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যে মাদ্রাসার উন্নয়নের আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে পরিবেশ ছিল উৎসবমুখর।