
পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ): লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের অন্যতম ব্যস্ততম সড়ক “মোস্তফা আলী রোড” এখন এলাকাবাসীর জন্য রীতিমতো মরণফাঁদ। বেহাল অবস্থায় পড়ে থাকা এই সড়কটি প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা, আর ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
দেড় কোটি টাকা খরচ, টিকলো না দুই বছর
স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির স্থায়িত্ব দুই বছরও হয়নি। নির্মাণকালে সড়ক প্রশস্ত করার নামে শত শত পুরানো গাছ কাটা হলেও বাস্তবে রাস্তা হয়েছে আরও সরু। এলাকার মানুষের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কটি এত দ্রুত নষ্ট হয়ে গেছে।
বর্ষায় পরিণত হচ্ছে মরণফাঁদে
বৃষ্টির কারণে সড়কের গর্তগুলো পানিতে ডুবে থাকে। ফলে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়শই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারীরা জীবন ঝুঁকিতে রয়েছেন প্রতিনিয়ত।
জনদুর্ভোগে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা
মুড়িয়াউক, মশাদিয়া, ধর্মপুর, সাতাউক এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই যানবাহন উল্টে গিয়ে যাত্রী আহত হচ্ছেন। কেউ কেউ বলছেন, “এটা রাস্তা না, যেন মৃত্যু ফাঁদ!”
দ্রুত সংস্কারের দাবিতে আবেদন
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, “দেড় কোটি টাকা ব্যয় করে নির্মিত একটি রাস্তায় এত তাড়াতাড়ি এমন দুরবস্থা কিভাবে হলো? এর দায় কার?”
স্থানীয়রা জানান, অবহেলিত এ অঞ্চলের জনগণের ন্যূনতম অধিকার হচ্ছে একটি ভালো রাস্তা। তাই অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি এবং পদক্ষেপ কামনা করেছেন তারা।