ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার Logo মাধবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন Logo বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা Logo নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড Logo লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Logo নবীগঞ্জে নিখোঁজের দু’ দিন পর যুবকের লাশ উদ্ধার, মূলহোতা আউয়াল গ্রেফতার Logo সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ Logo জামালপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

বাংলার খবর ডেস্ক
বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে জেলা সদরের খুব কাছাকাছি অবস্থিত উপজেলাগুলোতে নতুন করে আদালত স্থাপনের প্রয়োজন নেই বলে অভিমত দিয়েছেন অংশগ্রহণকারী নেতারা।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দশম দিনের আলোচনায় এই ঐকমত্য প্রকাশ পায়। আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা সদরের ভৌগোলিক বৈশিষ্ট্য, জনসংখ্যার ঘনত্ব, মামলা বৃদ্ধির হার ও জেলা সদর থেকে দূরত্ব বিবেচনায় নিয়ে আদালত স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তাবে আরও বলা হয়, যেসব উপজেলায় বর্তমানে চৌকি আদালত পরিচালিত হচ্ছে, সেগুলোর অবস্থা বিশ্লেষণ করে স্থায়ী আদালতে রূপান্তর সম্ভব কিনা তা মূল্যায়ন করা হবে।

সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের পদায়নের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন আদালতগুলোর জন্য। একইসঙ্গে দেওয়ানি মামলার আর্থিক এখতিয়ার যুগোপযোগীভাবে বাড়ানোর কথাও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্প্রসারনের বিষয়েও আলোচনা হয়।

কয়েকটি দলের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এদিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনা পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার

error:

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

আপডেট সময় ০৮:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক
বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে জেলা সদরের খুব কাছাকাছি অবস্থিত উপজেলাগুলোতে নতুন করে আদালত স্থাপনের প্রয়োজন নেই বলে অভিমত দিয়েছেন অংশগ্রহণকারী নেতারা।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দশম দিনের আলোচনায় এই ঐকমত্য প্রকাশ পায়। আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা সদরের ভৌগোলিক বৈশিষ্ট্য, জনসংখ্যার ঘনত্ব, মামলা বৃদ্ধির হার ও জেলা সদর থেকে দূরত্ব বিবেচনায় নিয়ে আদালত স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তাবে আরও বলা হয়, যেসব উপজেলায় বর্তমানে চৌকি আদালত পরিচালিত হচ্ছে, সেগুলোর অবস্থা বিশ্লেষণ করে স্থায়ী আদালতে রূপান্তর সম্ভব কিনা তা মূল্যায়ন করা হবে।

সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের পদায়নের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন আদালতগুলোর জন্য। একইসঙ্গে দেওয়ানি মামলার আর্থিক এখতিয়ার যুগোপযোগীভাবে বাড়ানোর কথাও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্প্রসারনের বিষয়েও আলোচনা হয়।

কয়েকটি দলের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এদিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনা পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।