
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ জেলায় নির্বাচনি তৎপরতা তুঙ্গে। জেলা-উপজেলা সদর, গ্রাম-বাজার সর্বত্রই ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা পোস্টার, ব্যানার, লিফলেট হাতে নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। প্রতিদিনই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক, পথসভা ও জনসমাবেশ।
জেলার চারটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। আগের কয়েক নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল বিজয়ী না হলেও এবার বিএনপির নেতাকর্মীদের চার আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী মনোভাব দেখা যাচ্ছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি।
—
### হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)
একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বিএনপি’র তৎপরতা আগে তুলনামূলক কম থাকলেও এখন নতুন গতি এসেছে। সাবেক এমপি শেখ সুজাত মিয়া সক্রিয় হলেও পরে অবস্থায় পরিবর্তন হয়। সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বিএনপির মনোনয়ন পেয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মুখলিছুর রহমানও এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।
অন্য প্রার্থীরা:
জামায়াতে ইসলামী: মো. শাহজাহান আলী
ইসলামী আন্দোলন: মাওলানা আবু হানিফা আহমদ হোসেন
খেলাফত মজলিস: মাওলানা আব্দুল কাইয়ুম
বাংলাদেশ খেলাফত মজলিস: মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী
গণঅধিকার পরিষদ: আবুল হোসেন জীবন
—
### হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)
২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসন বহুদিন ধরে আওয়ামী লীগের দখলে। তবে বিএনপি এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে। বিএনপির পক্ষ থেকে দলীয় প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। অপর মনোনয়নপ্রত্যাশী আহমদ আলী মুকিব প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে মনে করছেন অনেকেই।
অন্য প্রার্থীরা:
খেলাফত মজলিস: মাওলানা আব্দুল বাছিত আজাদ
গণঅধিকার পরিষদ: অ্যাডভোকেট নজরুল ইসলাম খান
জামায়াত: অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী
বাংলাদেশ খেলাফত মজলিস: মাওলানা নোমান আহমদ সাদিক
ইসলামী আন্দোলন: মাওলানা হাদীসুর রহমান রুহানী
—
### হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)
১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এ আসন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গউছকে।
অন্য প্রার্থীরা:
ইসলামী আন্দোলন: মহিব উদ্দিন আহমেদ সোহেল
গণঅধিকার পরিষদ: অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান
জামায়াত: কাজী মহসিন আহমদ
খেলাফত মজলিস: অ্যাডভোকেট মো. ছারওয়ার রহমান চৌধুরী
বাংলাদেশ খেলাফত মজলিস: মাওলানা আলামিন ভুঁইয়া
—
### হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট)
দুটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে চা-বাগানসংলগ্ন বিপুলসংখ্যক শ্রমিক ভোটার রয়েছে। অতীতে শ্রমিকদের ভোট আওয়ামী লীগমুখী থাকলেও এবার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিএনপির প্রার্থী শিল্পপতি সৈয়দ মো. ফয়সল প্রচারণায় এগিয়ে রয়েছেন।
অন্য প্রার্থীরা:
খেলাফত মজলিস: ড. আহমদ আব্দুল কাদের
জামায়াত: সাংবাদিক অলিউল্লাহ্ নোমান
বাংলাদেশ খেলাফত মজলিস: মাওলানা আনোয়ার হোসেন রাজী
ইসলামী আন্দোলন: কামাল উদ্দিন
বাংলার খবর ডেস্ক : 


























