ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামী নেতা মাওলানা মুখলিসুর রহমান

বাংলার খবর ডেস্ক:

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান মাধবপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার একটি স্থানীয় হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা মুখলিসুর রহমান বলেন, “আমরা চাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হোক, যাতে কেউ জোরপূর্বক ক্ষমতায় আসতে না পারে। জনগণের স্বাধীন মতামতের প্রতিফলনই হোক নির্বাচনের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূইয়া, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল এবং পৌর জামায়াতে ইসলামী সভাপতি আব্দুর রহমান সোহাগ।

সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামী নেতা মাওলানা মুখলিসুর রহমান

আপডেট সময় ০৪:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

বাংলার খবর ডেস্ক:

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিসুর রহমান মাধবপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার একটি স্থানীয় হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা মুখলিসুর রহমান বলেন, “আমরা চাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হোক, যাতে কেউ জোরপূর্বক ক্ষমতায় আসতে না পারে। জনগণের স্বাধীন মতামতের প্রতিফলনই হোক নির্বাচনের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূইয়া, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল এবং পৌর জামায়াতে ইসলামী সভাপতি আব্দুর রহমান সোহাগ।

সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।