
হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম। তিনি এর আগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর তিনি বাহুবল মডেল থানার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় বিদায়ী ওসি জাহিদুল ইসলাম নতুন ওসির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি আমিনুল ইসলাম বলেন, “বাহুবলের মানুষের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি। আশা করি বাহুবলবাসী আমাকে সহযোগিতা করবেন।”
অন্যদিকে বিদায়ী ওসি জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন বাহুবলে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, বিদায়ী ওসি জাহিদুল ইসলামকে সম্প্রতি চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















