
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান আখতার সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সাধারণ গুণী শিক্ষক বাছাই পর্বে তিনি সেরা হন।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর নুরজাহান আখতারকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করে তালিকা পাঠানো হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।
শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান ও নেতৃত্বের জন্য নুরজাহান আখতারকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তার এ অর্জনে মাধবপুরসহ পুরো হবিগঞ্জ জেলায় শিক্ষা অঙ্গনে আনন্দের বন্যা বইছে।