
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের ইন্সপেক্টর নাজিম উদ্দিন, এসআই সজীব রায়, কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব এবং সাংবাদিক হামিদুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।