
বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জের সাতছড়ী জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় দৈনিক কালবেলা’র মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মসি বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টায় দৈনিক কালবেলা প্রতিনিধি মুজাহিদ মুসি ও দৈনিক বাংলা টাইমস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তথ্য সংগ্রহের জন্য সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করেন। তারা অভিযোগ পান যে, উদ্যান থেকে প্রায় ১৮ লাখ টাকার চারটি বড় সেগুন গাছ কেটে পাচার করা হয়েছে।
তথ্য সংগ্রহের সময় সাতছড়ি রেঞ্জের বিট অফিসার মামুনুর রশীদ, জুনিয়র ওয়াইল্ড স্কাউট নূর মোহাম্মদসহ আরও কয়েকজন তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে সাংবাদিক মুজাহিদ মসি রডের আঘাতে আহত হন এবং তার বাম হাত গুরুতর জখম হয়।
এ সময় সাংবাদিক ত্রিপুরারী দেবনাথের ক্যামেরা (DSLR) যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা, নগদ ২৬০০ টাকা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবে সিলেট বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, “সাংবাদিকদের উপর হামলা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব।”
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, “এই ঘটনায় একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”