
আব্দুল বাছিত খান (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগান থেকে একের পর এক বৃহৎ আকারের ছায়াবৃক্ষ বা শেডট্রি কেটে নেওয়া হচ্ছে। এতে শুধু চায়ের উৎপাদনেই প্রভাব পড়ছে না, পরিবেশও পড়ছে হুমকির মুখে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে দুইটি বৃহদাকারের আকাশমনি গাছ কেটে নেওয়া হয়। বন বিভাগের অনুমতি ছাড়াই গাছগুলো কর্তন করে বাগানের ভেতরে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাতে এবং প্রকাশ্য দিবালোকে চা বাগানের সেকশন থেকে শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে। ফলে বৃক্ষশূন্য হয়ে পড়ছে বাগানের বিশাল টিলাগুলো। অথচ এসব ছায়াবৃক্ষ চা গাছকে অতিবৃষ্টি ও রোদ থেকে রক্ষা করে, মাটির ক্ষয়রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
চা শ্রমিকরা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী মহলের সহযোগিতায় এই গাছ কেটে পাচার করা হচ্ছে। পঞ্চায়েত নেতারাও জানান, গাছ চুরি বন্ধ না হলে চা উৎপাদন ও শ্রমিকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এম.বি. সাজ্জাদুর হক বলেন, শ্রমিকরা পূজার সময় জ্বালানি কাঠের জন্য মরা গাছ কাটছেন। তবে জীবিত গাছ কাটা হলে বিষয়টি তদন্ত করা হবে।
রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন, চা বাগান থেকেও গাছ কাটতে হলে বনবিভাগের অনুমতি প্রয়োজন। বিষয়টি খতিয়ে দেখা হবে।