
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বাজার বিশ্লেষণ, নেটওয়ার্ক তৈরি ও নতুন উদ্ভাবন নিয়ে আয়োজিত ১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস (ডব্লিউসিসি)। এতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল ইতোমধ্যেই মেলবোর্নে পৌঁছেছে। এ দলে রয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ, সায়হাম কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা। এছাড়া গ্রিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ আমন্ত্রিত স্পিকার হিসেবে কংগ্রেসে বক্তব্য রাখবেন।
বিশ্ব চেম্বার্স ফেডারেশন (ডব্লিউসিএফ) এবং ভিক্টোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এ কংগ্রেস চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দুই বছর অন্তর আয়োজিত এ সম্মেলনে ১০০টিরও বেশি দেশের এক হাজারের বেশি ব্যবসায়ী, চেম্বার ও রাজনৈতিক নেতা অংশ নিচ্ছেন।
এবারের কংগ্রেসে আলোচনার প্রধান বিষয়বস্তু— ভূ-রাজনৈতিক পরিবর্তন, পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তর, ডিজিটাল নেতৃত্ব, জীবন বিজ্ঞান, কর্মসংস্থানের নতুন ধারা ও বৈশ্বিক বাণিজ্যে স্থিতিস্থাপকতা।
কংগ্রেস শেষে বাংলাদেশি প্রতিনিধিদল নিউজিল্যান্ড সফর করবে। সেখানে তারা আইসিসি নিউজিল্যান্ড ও অকল্যান্ড চেম্বার অব কমার্স পরিদর্শন করে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা করবেন। প্রতিনিধিদলটি আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।