ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo মাধবপুরে মাদকবিরোধী আলোচনা সভা Logo লাখাইয়ে জসনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন Logo একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : মাধবপুরে সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo মাধবপুরে জগদীশপুর তেমুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই Logo লাখাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে ২০০ শিক্ষার্থী Logo শমশেরনগর চা বাগান থেকে বিলীন হচ্ছে ছায়াবৃক্ষ, পরিবেশের ওপর হুমকি Logo হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক Logo স্কুলের কমিটির সভাপতি পদে স্নাতক পাশ বাধ্যতামূলক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি আহমদ ও রেদোয়ান আহমেদ

সাদাপাথর লুট রুখতে কঠোর হুঁশিয়ারি ডিসি সারোয়ার আলমের

সাদাপাথর লুট রোধ: সিলেটের নতুন ডিসির কঠোর হুঁশিয়ারি

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাদাপাথর লুট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন করেন এবং কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিলে অভিযান চালান। এই সাদাপাথর লুট রোধ করতে তিনি zero tolerance নীতি গ্রহণ করেছেন।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে। সাদাপাথর লুট বন্ধ করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।”

তিনি ক্রাশার মিলে জব্দকৃত পাথর সম্পর্কে বলেন, “ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে এলসি পাথর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল। এই সাদাপাথর লুটের বিরুদ্ধে আমরা কঠোর行动 গ্রহণ করেছি। সেই পাথরগুলো জব্দ করে নির্দেশ দিয়েছি যাতে সেখান থেকে একটি পাথরও না সরানো হয়।”

নতুন জেলা প্রশাসক আরও বলেন, “সাদাপাথর লুট完全 বন্ধ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। সাদাপাথর সংরক্ষণে আমরা বিশেষ task force গঠন করব। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে।”

সিলেটের সাদাপাথর খনন নিয়ে environmental concerns সম্পর্কে তিনি বলেন, “আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। সাদাপাথর লুট বন্ধ করে পরিবেশ সংরক্ষণে কাজ করব।” তিনি স্থানীয় বাসিন্দাদেরから cooperation চেয়ে বলেন, “সাদাপাথর লুট রোধে大家一起努力 করতে হবে।”

এর আগে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি সিলেটকে ‘প্রকৃতি কন্যা’ আখ্যায়িত করে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “সাদাপাথর লুট বন্ধ করে আমরা প্রকৃতির সৌন্দর্য সংরক্ষণ করব।”

সূত্র: বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা প্রশাসন

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

error:

সাদাপাথর লুট রুখতে কঠোর হুঁশিয়ারি ডিসি সারোয়ার আলমের

আপডেট সময় ০২:২২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

সাদাপাথর লুট রোধ: সিলেটের নতুন ডিসির কঠোর হুঁশিয়ারি

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাদাপাথর লুট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন করেন এবং কোম্পানীগঞ্জের তিনটি ক্রাশার মিলে অভিযান চালান। এই সাদাপাথর লুট রোধ করতে তিনি zero tolerance নীতি গ্রহণ করেছেন।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে। সাদাপাথর লুট বন্ধ করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।”

তিনি ক্রাশার মিলে জব্দকৃত পাথর সম্পর্কে বলেন, “ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে এলসি পাথর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল। এই সাদাপাথর লুটের বিরুদ্ধে আমরা কঠোর行动 গ্রহণ করেছি। সেই পাথরগুলো জব্দ করে নির্দেশ দিয়েছি যাতে সেখান থেকে একটি পাথরও না সরানো হয়।”

নতুন জেলা প্রশাসক আরও বলেন, “সাদাপাথর লুট完全 বন্ধ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। সাদাপাথর সংরক্ষণে আমরা বিশেষ task force গঠন করব। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে।”

সিলেটের সাদাপাথর খনন নিয়ে environmental concerns সম্পর্কে তিনি বলেন, “আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। সাদাপাথর লুট বন্ধ করে পরিবেশ সংরক্ষণে কাজ করব।” তিনি স্থানীয় বাসিন্দাদেরから cooperation চেয়ে বলেন, “সাদাপাথর লুট রোধে大家一起努力 করতে হবে।”

এর আগে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি সিলেটকে ‘প্রকৃতি কন্যা’ আখ্যায়িত করে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “সাদাপাথর লুট বন্ধ করে আমরা প্রকৃতির সৌন্দর্য সংরক্ষণ করব।”

সূত্র: বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা প্রশাসন