ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক

পারভেজ হাসান লাখাই, হবিগঞ্জঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেগুনাই গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাহফুজ মিয়া (৪২) ও মাসুক মিয়া (৪০)। এর মধ্যে মাসুক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাই বাজার থেকে বাড়ি ফেরার সময় মুক্তছন মিয়ার ছেলে নজরুল মিয়া, মিলন মিয়ার ছেলে নুরুল আমিন ও করিম হোসেনের ছেলে কামরুল মিয়াসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে মাহফুজ চিকিৎসাধীন থাকলেও মাসুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আহতদের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, *“আমার দুই ভাই একসাথে বাড়ি ফিরছিল, হঠাৎ করেই নজরুল, নুরুল আমিন, কামরুলসহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। বর্তমানে একজন মৃত্যুর সঙ্গে লড়ছে, আরেকজন সদর হাসপাতালে ভর্তি।”*

এ বিষয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) বিপুল বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ০১:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

পারভেজ হাসান লাখাই, হবিগঞ্জঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেগুনাই গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাহফুজ মিয়া (৪২) ও মাসুক মিয়া (৪০)। এর মধ্যে মাসুক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাই বাজার থেকে বাড়ি ফেরার সময় মুক্তছন মিয়ার ছেলে নজরুল মিয়া, মিলন মিয়ার ছেলে নুরুল আমিন ও করিম হোসেনের ছেলে কামরুল মিয়াসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে মাহফুজ চিকিৎসাধীন থাকলেও মাসুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আহতদের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, *“আমার দুই ভাই একসাথে বাড়ি ফিরছিল, হঠাৎ করেই নজরুল, নুরুল আমিন, কামরুলসহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। বর্তমানে একজন মৃত্যুর সঙ্গে লড়ছে, আরেকজন সদর হাসপাতালে ভর্তি।”*

এ বিষয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) বিপুল বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।