
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল, তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করেনি। বরং জামালপুরকে সন্ত্রাস ও চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত করেছিল। আমরা সেই চাঁদাবাজদের হাত থেকে জামালপুরকে মুক্ত করে একটি জনগণের জামালপুর গড়তে চাই।”
সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সমিতির নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে, ঠিক যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়। এই লুটপাটের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতেই আমাদের আন্দোলন।”
এর আগে তিনি জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শহরের হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জামিয়া ইনআমিয়া ইসলামী কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ এবং তমালতলা এলাকায় পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা শেষে ফৌজদারি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পথসভায় আরও বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম আরও বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সংস্কার জরুরি। সেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ ব্যবস্থা— যাতে রাষ্ট্রব্যবস্থার দলীয়করণ না হয়।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে এবং উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে ভোটের অনুপাতে। তাহলেই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য না হওয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আটকে আছে।”
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।