
নিজস্ব প্রতিবেদক, ঢাকা,প্রেস কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই কমিটিতে দেশের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) ধারার বিধান অনুসারে গঠিত এই কমিটিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন।
কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন—
**সাংবাদিক সংগঠন ও সম্পাদকীয় প্রতিনিধি:**
– মাহফুজ আনাম (সম্পাদক, দ্য ডেইলি স্টার)
– নূরুল কবীর (সম্পাদক, দ্য নিউ এজ)
– ওবায়দুর রহমান শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি, বিএফইউজে)
– দৌলত আকতার মালা (সভাপতি, ইআরএফ)
– মো. শহিদুল ইসলাম (সভাপতি, ডিইউজে)
– দেওয়ান হানিফ মাহমুদ (সম্পাদক, বণিক বার্তা)
**সম্পাদক/প্রকাশক সংগঠন মনোনীত:**
– শামসুল হক জাহিদ (সম্পাদক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)
– রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, পূর্বকোণ)
– আখতার হোসেন খান (উপদেষ্টা, নোয়াব)
**অন্যান্য প্রতিনিধি:**
– অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)
– ড. ফখরুল ইসলাম (সচিব, ইউজিসি)
– জয়নুল আবেদীন (ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিল)
তাদের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর পর্যন্ত।