
**বাংলার খবর ডেস্ক:**
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আল মাসুদ লোকমান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান **আল-ইহসান একাডেমি, লন্ডন**-এর শিক্ষক **সৈয়দ মোঃ মোশারফ হোসেন**। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় সংবর্ধনা গ্রহণ করেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের একাধিক পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ছিল বাড়তি আকর্ষণ।
বিদ্যালয়ের এমন আয়োজন স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।