
বাংলার খবর ডেস্ক, জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “নির্বাচনের সময় জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন।”
ভোটাধিকার নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অবশ্যই পারব, সবাই ভোট দিতে পারবে। আমাদের এমন কোনো উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না।”
তিনি জানান, ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করতেন, “কে কে ভোট দিয়েছে?” বেশিরভাগই বলতেন, তারা ভোট দেননি। কেউ কেউ বলতেন ১০ থেকে ১২টা ভোট দিয়েছেন। আসিফ নজরুল বলেন, “এই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।”
২০০৮ সালের নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সময় হওয়া ওই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। সাংবাদিকরা গবেষণা করলে অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন সে নির্বাচন নিয়ে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। তবে সরকারের পক্ষ থেকে এই নির্বাচনে দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ দেওয়ার প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা সবসময় এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বলেও জানান তিনি।