
বাংলার খবর ডেস্ক
নির্বাচনি প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’ বরাদ্দ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে শাপলা প্রতীক আর কোনো রাজনৈতিক দলের দখলে যাবে না।
বুধবার (৯ জুলাই) এক সাংবাদিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘‘জাতীয় প্রতীক হিসেবে শাপলার মর্যাদা বিবেচনায় নিয়ে এটিকে নির্বাচনি প্রতীকের তালিকা থেকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
শাপলা চেয়ে ব্যর্থ এনসিপি ও নাগরিক ঐক্য
সম্প্রতি নিবন্ধনের জন্য আবেদন করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীকের তালিকায় ‘শাপলা’ রেখেছিল। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রতীক তারা পাচ্ছে না।
তালিকায় এনসিপির বিকল্প পছন্দ হিসেবে ছিল ‘কলম’ ও ‘মোবাইল ফোন’।
এছাড়া আগেই শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য, তবে তারা পায় ‘কেটলি’।
কমিশনার মাছউদ বলেন, “অতীতেও একাধিক দল শাপলা চেয়েছিল, কিন্তু কখনও দেওয়া হয়নি। জাতীয় প্রতীক বা পতাকার সম্মান রক্ষায় আইন থাকলেও জাতীয় ফুল বা ফল নিয়ে কোনো আইন না থাকায় আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।”
প্রতীকের তালিকা বাড়ছে, শাপলা থাকছে না বর্তমানে নির্বাচনি বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সেই সংখ্যা বাড়িয়ে ১০০-এর বেশি করার পরিকল্পনা করছে। তবে তাতেও শাপলার স্থান থাকবে না।