
বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এসইডিপি প্রকল্পের আওতায় ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন। পরিচালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভিশন কমিটির (পজিব) কর্মকর্তা শাকিল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “আজকের মেধাবীরা আগামী দিনের দেশ গঠনে নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের মাধ্যমে যারা সম্মানিত হয়েছে, তাদের সাফল্য ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ডা. মো. লিয়াকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং শিক্ষা উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।