
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন দেশের ১৩টি চা-বাগানে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার সকাল ১০টার দিকে তেলিয়াপাড়া ফ্যাক্টরি সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন চা শ্রমিকরা। পরে তারা নিজ নিজ কাজে ফিরে যান।
বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী, নারী নেত্রী প্রেম পান তাতী ও মহিলা সর্দার বিরেন্দ্র বোনার্জি।
শ্রমিক নেতারা জানান, এনটিসির এমডি এইচএসএম জিয়াউল আহসান দায়িত্ব নেওয়ার পর থেকেই তেলিয়াপাড়া, জগদীশপুর, পারকুল, চন্ডিছড়াসহ ১৩টি বাগানে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। চা উৎপাদন বেড়েছে, চুরি কমেছে এবং বাগান ব্যবস্থাপনায় গতিশীলতা এসেছে।
তারা অভিযোগ করেন, এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি দুর্নীতিবাজ মহল মোটা অঙ্কের বিনিময়ে হুমায়ুন কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এমডি, কর্মকর্তাসহ শ্রমিকদের নিয়েও অপপ্রচার চালিয়ে বাগানের পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।
পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী বলেন, হুমায়ুন কবির শ্রমিকদের হুমকি দিচ্ছেন—”আমার কথা না শুনলে ইউটিউবে তোমাদের মাদক ব্যবসায়ী বানিয়ে ছেড়ে দেবো”—এমন বক্তব্যে শ্রমিকরা ক্ষুব্ধ ও আতঙ্কিত।
বিক্ষুব্ধ শ্রমিকরা হুমায়ুন কবিরসহ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।