
বাংলার খবর ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন— “বিভাজনের ফলে আবারও ১/১১ সৃষ্টি হলে, হাসিনা ফিরবে। তখন কারও রক্ষা হবেনা। সবাই সহনশীল হন, ধৈর্য্য ধরুন। নইলে বিপদ কিন্তু সবার…”
তিনি আরও বলেন, আগে জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার ঘটনায়ও বিএনপি নেতৃত্বের সহনশীলতার নজির রয়েছে। এমনকি বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের সাথে এনসিপি নেতাদের সম্পর্ক, বৈঠক ও আলোচনার প্রসঙ্গও তুলেছেন তিনি।
রাশেদ খাঁন বলেন, “আমি আজকের ঘটনার নিন্দা জানাই এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বড় দল হিসেবে অনেক কিছু হজম করতে হবে। না হলে বিভাজনের সুযোগ নিয়ে আবার বিপদ ডেকে আনতে পারে স্বৈরাচার।”
তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই। তাই সহনশীল হন, ধৈর্য্য ধরুন।”