
বাংলার খবর ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকগুলো হবে। তিনটি আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে—বিকেল ৩টায় বিএনপির সঙ্গে, বিকেল সাড়ে ৪টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে বসবেন।