
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে নিজ বসতঘরে তীরের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত কিশোরীর নাম শিমলা আক্তার (১৬)। তিনি ওই গ্রামের নূর হোসেনের মেয়ে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মরদেহটি ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।