
জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টা ৩২ জন, ১৮ জনকে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন ও ৬৮ জনকে সদস্য করা হয়েছে।