
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে ৬ বোতল বিদেশী মদ, ১৬ টি বিয়ার ক্যানসহ,একটি মোটরসাইকেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।
শনিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক ফেইসবুক পোষ্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে’র সহকারী পরিচালক সাজেদুল হাসান ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ ইমাম হোসেন এর যৌথ নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬ বোতল বিদেশী মদ, বিয়ার ১৬ টি ক্যান, একটি মোটর সাইকেল সহ মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার ও জব্দ করেন।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।