ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩ Logo শেরপুর ডিসি অফিসের ড্রাইভারের নামে মাদক উদ্ধারের ভুয়া অপপ্রচার, ভুক্তভোগীর প্রতিবাদ Logo মাধবপুরে ভুয়া নারী ফেসবুক আইডি চালিয়ে অপপ্রচার, যুবক গ্রেফতার Logo রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহত, দগ্ধ অন্তত ২৫ জন Logo মাধবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা: আদালতে বললেন ব্যারিস্টার সুমন Logo মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার Logo বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ Logo যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা — “হাজারো শ্রমিক চাকরি হারাতে পারেন” বললেন সৈয়দ মো. ফয়সল Logo ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই। তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এই যে ধরেন তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কি না এ প্রশ্নে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমার থেকে তো আপনারা ভালো বলতে পারবেন। আপনারা তো দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ান। চেঞ্জ অনেক হয়েছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যাই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে।

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনার ব্যাপারে তিনি বলেন, আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা বলবেন। যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের আমরা ধরো আনবো। তাদের আইনের আওতায় নিয়ে আসব।

তাই আবারও বলছি, এসব ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) যেটা সত্য সেটা তুলে ধরে আমাদের জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা তাদের নতুন গাড়ি-টাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদের দিতে পারি নাই। তবে টাকা স্যাংশন হয়েছে, হয়ত দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।

পুলিশ ভয় পাচ্ছে কিংবা মব হচ্ছে কি না প্রসঙ্গে তিনি বলেন, না পুলিশ ভয় পাচ্ছে না। এছাড়া মবও কমে এসেছে। সিলেটে যে ঘটনাটি ঘটল সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে কে কার ভাই, কে কার কী সম্পর্কে, সেটা আমরা মাথায় নেইনি। আইন সবার জন্য সমান। তাই আমি অনুরোধ করবো, আইন যেন কেউ নিজের হাতে তুলে নিবেন না।

থানা পরিদর্শনকালে লালগালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি বারবার বলেছি এই প্রটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না। কেন রাখছো, উঠাও উঠাও। না করি তোমরা শুনো না।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩

error:

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার করা হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই। তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পুলিশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এই যে ধরেন তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কি না এ প্রশ্নে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমার থেকে তো আপনারা ভালো বলতে পারবেন। আপনারা তো দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ান। চেঞ্জ অনেক হয়েছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যাই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে।

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনার ব্যাপারে তিনি বলেন, আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা বলবেন। যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের আমরা ধরো আনবো। তাদের আইনের আওতায় নিয়ে আসব।

তাই আবারও বলছি, এসব ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) যেটা সত্য সেটা তুলে ধরে আমাদের জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা তাদের নতুন গাড়ি-টাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদের দিতে পারি নাই। তবে টাকা স্যাংশন হয়েছে, হয়ত দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।

পুলিশ ভয় পাচ্ছে কিংবা মব হচ্ছে কি না প্রসঙ্গে তিনি বলেন, না পুলিশ ভয় পাচ্ছে না। এছাড়া মবও কমে এসেছে। সিলেটে যে ঘটনাটি ঘটল সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে কে কার ভাই, কে কার কী সম্পর্কে, সেটা আমরা মাথায় নেইনি। আইন সবার জন্য সমান। তাই আমি অনুরোধ করবো, আইন যেন কেউ নিজের হাতে তুলে নিবেন না।

থানা পরিদর্শনকালে লালগালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি বারবার বলেছি এই প্রটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না। কেন রাখছো, উঠাও উঠাও। না করি তোমরা শুনো না।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।