
বিশেষ প্রতিনিধি :
বিশেষজ্ঞ না হয়েও বিশেষজ্ঞ ডিগ্রীর ভূয়া প্রচারনা চালিয়ে হবিগঞ্জের মাধবপুরে দিব্যি চিকিৎসা দিয়ে যাচ্ছে এক চিকিৎসক। এতে প্রতারিত হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। এক অনুসন্ধানে জানা গেছে, মাধবপুরে আসাদুল হক জিন্টুর মালিকান ডায়াগনস্টিক তিতাস মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মিতালী দাস গুপ্ত নিজেকে গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ সার্জন হিসেবে প্রচার করছে। গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মাধবপুর আপন মিয়ার বিল্ডিং এ স্থাপিত তিতসা তিতাস মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক হাসপাতালে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক লিখে প্রচারনা চালিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে জানতে ডাঃ মিতালী মুঠোফোনে জানান, তিনি সরকারি চাকুরী করেন না, এসব বিষয়ে খোঁজখবর নিয়ে সাংবাদিকরা লাভবান হবে না। প্রচারপত্রে বিশেষজ্ঞ লিখার বিষয়ে বিষয়টি ওই হাসপাতালের মালিক জানে।
হাসপাতাল মালিক আসাদুল হক জিন্টু প্রচারপত্রে চাপা খানায় ভূলের কারনে তা লিখা হয়েছে বলে জানালেও মাইকে ওই ডাক্তারকে বিশেষজ্ঞ প্রচার করার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, এ বিষয়টি তিনি সাধারণ এমবিবিএস চিকিৎসক হয়ে বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করতে পারেন না। অনুসন্ধান করে দেখবেন।
শুধু তাই নয় একই প্রতিষ্টান একদিকে তিতাস মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক অপর দিকে তিতাস শিশু ও জেনারেল হাসপাতাল নামেও প্রচার করছে। এতে সন্দেহ তৈরী হয় আসলে ওই হাসপাতালের প্রকৃত নাম কি? এসব বিষয় স্পষ্টকরনসহ সঠিক চিকিৎসক দ্বারা সেবা প্রদান নিশ্চিত করা জনগনের দাবী।