
শেখ ইমন আহমেদ মাধবপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রোজাদারদের মধ্যে উপজেলার বিভিন্ন নেতাকর্মী নিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলফাজ হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় নিজ বাস ভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি,
শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাউছার মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রুউফ,যুব দলের আহ্বায়ক খিজির খান(সোহেল),যুব দল নেতা শফিক মিয়া,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড বিএনপি নেতা কর্মীরা।
ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব ফরাশ উদ্দিন বাবু।