
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাধবপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, মাধবপুর পৌর জামায়াত সভাপতি আব্দুর রহমান সোহাগ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান, কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি সাইফুল হক মির্জা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা যুগ্ম আহবায়ক এমদাদুল হক মিলন, মাধবপুর উপজেলা ছাত্র সমন্বয়ক বাবলু মিয়া, মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফখরুজ্জামান, বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি সামিরুল ইসলাম, মাধবপুর বাজার মার্চেন্ট এসোসিয়েশনের মোঃ এমরান খান, দেবীপুর সপ্রাবি প্রধান শিক্ষক ইস্কান্দর মির্জা ফারুক, পৌর জামায়াত সেক্রেটারী আব্দুর সামাদ মানিক, সাংবাদিক রাজিব দেব রায় রাজি, হামিদুর রহমান, রিংকু দেবনাথ, মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুল আলম, সহকারী শিক্ষক নেত্রী সেলিনা আক্তার প্রমুখ।
সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিশিষ্টজন ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।