
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর – বেলঘর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে মাধবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত জমির আলীর পুত্র আব্দুল মতিন (৩০)
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়েছে।।