
রায়হান আহমেদ সম্রাটঃ
কুতুবুল আলম শাহ সূফী আলহাজ্ব হযরত মাওঃ আল্লামা নেছারুদ্দীন আহমদ রহঃ কুতুবুল এরশাদ শাহ সূফী আলহাজ্ব হযরত মাওঃ আবু জাফর মোহাম্মদ ছালেহ রহঃ বাহরে শরিয়ত মোজাদ্দেদে যামান শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহঃ কুতুবুল আকতাব শাহ সূফী হযরত মাওঃ সৈয়দ আব্দুছ ছাত্তার ছালেহাবাদী রহঃ উনাদের স্বরণে এবং এলাকাবাসী সকল মুসলমান মুর্দাগনের রুহের মাগফিরাত কামনায়-বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ৯নং নোয়াপাড়া ইউ/পি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ খ্রি. গতকাল ৮ রমজান নোয়াপাড়া ইটাখোলা কবরস্থান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ নাছির উদ্দিন সিপাহ সালার রহঃ এর সুযোগ্য বংশধর, মোফাচ্ছিরে কোরআন উত্তাজুল ওলামা, ‘আলহাজ্ব হযরত মাওলানা আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান ছাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সিলেট বিভাগ এবং ছারছীনা ছিলছিলা ভূক্ত দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।