
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের কৃতি সন্তান ডা. তমালিকা দেব তিথি হয়ে উঠেছেন মানবতার এক অনন্য উদাহরণ। উত্তরা বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা হৃদয় ছুঁয়ে গেছে সবার।
২১ জুলাই ঢাকার মাইলস্টোন কলেজের পাশে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় আহত প্রায় ৭০ শিশু ভর্তি হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার প্রথম মুহূর্ত থেকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন এই চিকিৎসক। খাওয়া, ঘুম, বিশ্রাম—সবকিছু ভুলে তিনি দিনরাত হাসপাতালে অবস্থান করে সন্তানসম শিশুদের পাশে রয়েছেন।
ডা. তমালিকা বর্তমানে বার্ন ও প্লাস্টিক সার্জারির পাঁচ বছর মেয়াদী এমএস কোর্সে অধ্যয়নরত। তিনি এসএসসি সম্পন্ন করেন গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি ঢাকার হলি ক্রস কলেজ এবং এমবিবিএস করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। তাঁর পিতা অজয় মিহির দেব কৃষি ব্যাংকের কর্মকর্তা।
ডা. তমালিকার নিঃস্বার্থ এই সেবাকাজ চিকিৎসা পেশায় মানবতার উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। এই মহতী উদ্যোগ প্রমাণ করে, মানবতা এখনও জীবিত—ততক্ষণ, যতক্ষণ ডা. তমালিকার মতো আলোকবর্তিকারা পাশে থাকেন।