
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
প্রায় ৭ বছর পর আবারো শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি গ্রুপে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ট্রেড গ্রুপে ২টি পদের বিপরীতে ৫ জন, সহযোগী গ্রুপের ৫টি পদের বিপরীতে ১৪ জন এবং সাধারণ গ্রুপের ১২টি পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন ৪৯ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা: ট্রেড গ্রুপে ২৭ জন, সহযোগী গ্রুপে ৮৭৫ জন এবং সাধারণ গ্রুপে ১,৩৫৯ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।