
মাহফিলের সংখ্যা ও হলফনামা তথ্য ঘিরে বিতর্কে ইসলামী ফ্রন্ট ঐক্য জোটের প্রার্থী তাহেরি
পূর্বের এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছেন হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের ইসলামী ফ্রন্ট ঐক্য জোটের এমপি প্রার্থী তাহেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়ার পর নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে বক্তব্যের অমিল নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
একটি ধর্মীয় মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তাহেরি দাবি করেন, তিনি প্রতি মাসে আনুমানিক ৮০টি মাহফিলে অংশগ্রহণ করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তুলছেন, এত সংখ্যক মাহফিলে নিয়মিত অংশগ্রহণের সঙ্গে তার ঘোষিত পেশার সামঞ্জস্য কোথায়।
নির্বাচনী হলফনামা অনুযায়ী তাহেরি তার পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন। হলফনামা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তার ব্যক্তিগত ও আর্থিক অবস্থার বিবরণে দেখা যায়—তার বয়স ৪০ বছর, শিক্ষাগত যোগ্যতা কামিল এবং বার্ষিক আয় ৮ লাখ টাকা। তিনি নগদ হিসেবে ৪১ হাজার টাকা এবং ব্যাংকে ৭ লাখ ৬৩ হাজার টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন।
এছাড়া হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার স্থাবর সম্পদের মধ্যে ক্ষেত্র জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ৮ লাখ টাকা এবং তার কোনো ঋণ নেই বলে ঘোষণা করা হয়েছে।
মাহফিলে দেওয়া বক্তব্যের সঙ্গে হলফনামায় ঘোষিত পেশা ও আর্থিক তথ্যের এই পার্থক্য নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন—কেউ সমালোচনা করছেন, কেউ আবার প্রার্থীর কাছ থেকে ব্যাখ্যার দাবি তুলছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত তাহেরির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক রাজনৈতিক অঙ্গনে ও স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


























