
বাংলার খবর ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মাসে দেশে প্রায় দুই হাজার আন্দোলন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সরকার এগুলো শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার আন্দোলন মোকাবিলায় শান্তিপূর্ণ নীতি অনুসরণ করেছে। এত বিপুল সংখ্যক আন্দোলনের পরও কোনো সময়ই লাইভ বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি। খুব সীমিত ক্ষেত্রে টিয়ারগ্যাস ব্যবহৃত হয়েছে এবং কিছু স্থানে পানি বা মৃদু লাঠিচার্জ করা হয়েছে। তার ভাষায়, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভা শেষে এ ব্রিফিং আয়োজন করা হয়। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রেস সচিব আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো বেআইনি বা অবৈধ আন্দোলন হলে তা কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ রেখে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 






















