
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে দুর্বল করার নানা ষড়যন্ত্র চলছে। তবে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
মঙ্গলবার বিকেলে চৌমুহনী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ফয়সল বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়াই আমাদের মূল প্রতিশ্রুতি।” তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি দমন, মানবাধিকার সুরক্ষা ও নির্বাচন কমিশন সংস্কার—এই ৩১ দফার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে যাচ্ছে—নিজের ভোট নিজেকে দিতে হবে। দীর্ঘ ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সেই আমল শেষ করতে হবে।”
ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষা করা হবে। চাঁদাবাজি, নির্যাতন কিংবা ভয়ভীতি সৃষ্টিকারী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। চা-বাগানের শ্রমিক, সনাতন ধর্মাবলম্বীসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা হবে।”
চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাদের সুযোগ দিন—আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব।”
সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।
এ ছাড়া বক্তব্য দেন—উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলার খবর ডেস্ক : 






















