
বাংলার খবর ডেস্ক কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বড় জয় পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম।
ঘোষিত ফলে দেখা যায়, সভাপতি পদে ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪৯ জন, এর মধ্যে ২৪১ ভোট কাস্ট হয় এবং ৬টি ভোট বাতিল হয়। এছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ ও কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।