
বাংলার খবর ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হলের শিক্ষার্থীরা বলেছেন, আলোচিত ইসলামি বক্তা ও জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তারা জানান, আমির হামজা দাবি করেছেন— ‘গত ১৬ বছর ধরে মুহসিন হলে আযান দিতে দেওয়া হয়নি’। তবে শিক্ষার্থীরা বলছেন, এই বক্তব্য সম্পূর্ণ অসত্য।
তাদের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং শিক্ষার্থীদের দেশের মানুষের সঙ্গে বিভক্ত করার চেষ্টা করছেন।
শিক্ষার্থীরা আরও আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এ ধরনের অসত্য মন্তব্য করতে পারেন। এজন্য তারা আমির হামজার কাছে প্রকাশ্যে দুঃখপ্রকাশের দাবি জানান।