ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবীগঞ্জে সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে প্রশাসনের সহায়তা Logo বাহুবলে ১৭ মামলার আসামি জামাল খুন Logo বাহুবলে সানরাইজ আয়েলস সেন্টারের আয়োজনে শিক্ষা মেলা Logo নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু Logo মাধবপুরে সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত Logo নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন গ্রুপের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত Logo ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুক পোস্টের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার Logo ডাকসু ও হল সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের তালিকা Logo ডাকসু নির্বাচন: এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম — আবিদুল Logo মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া হত্যা: আপন চাচা গ্রেপ্তার

বাহুবলে ১৭ মামলার আসামি জামাল খুন

Oplus_16908288

হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ ঘটনায় গলা কেটে খুন করা হয়েছে ডাকাতি ও একাধিক অপরাধের সঙ্গে জড়িত ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০)-কে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতের শেষভাগে হঠাৎ ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল জামালের বাড়িতে প্রবেশ করে। তারা ভয় দেখিয়ে তার স্ত্রীকে বাইরে নিয়ে আসে। তবে স্ত্রী কোনভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে জামালকে ধরে বাড়ির পাশের ধানের জমিতে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় স্ত্রী হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে শিবলু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নিহত জামালের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, জামালের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় অনেকের সঙ্গে তার বিরোধ ছিল। ফলে হত্যার পেছনে কোন গ্রুপ জড়িত তা নিশ্চিত হতে সময় লাগবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে প্রশাসনের সহায়তা

error:

বাহুবলে ১৭ মামলার আসামি জামাল খুন

আপডেট সময় ০৫:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ ঘটনায় গলা কেটে খুন করা হয়েছে ডাকাতি ও একাধিক অপরাধের সঙ্গে জড়িত ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০)-কে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতের শেষভাগে হঠাৎ ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল জামালের বাড়িতে প্রবেশ করে। তারা ভয় দেখিয়ে তার স্ত্রীকে বাইরে নিয়ে আসে। তবে স্ত্রী কোনভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে জামালকে ধরে বাড়ির পাশের ধানের জমিতে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় স্ত্রী হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে শিবলু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নিহত জামালের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, জামালের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় অনেকের সঙ্গে তার বিরোধ ছিল। ফলে হত্যার পেছনে কোন গ্রুপ জড়িত তা নিশ্চিত হতে সময় লাগবে।